সমাধান – মানবপাচারের শিকারদের সহায়তা
মানব পাচার একটি জঘণ্য অপরাধ। অপরাধীরা মানব পাচারের শিকারদেরকে অধীনস্ত করে রাখে এবং আর্থিক ও অন্যান্য সুবিধা আদায়ের জন্য তাদেরকে শোষণ করে। শিকারদের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণেই তারা এটা করতে পারে । তারা তাদের শিকারদের জীবনও কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার সীমিত করে অথবা তাদের উপর চাপ সৃষ্টি করে, হুমকি দিয়ে, ব্লাক মেইল করে অথবা প্রতারণা করে এসব করে থাকে।
এসব করার মাধ্যমে পাচারকারীরা তাদের শিকারদের দ্বারা যা করাতে পারে উদাহরণস্বরূপ তার মধ্যে রয়েছে
০ দেহ ব্যবসা
০ খারাপ পরিবেশে কাজ করা
০ চুরি বা অন্য অপরাধ করা
০ ভিক্ষা করা
০ কাউকে বিয়ে করা
মানবপাচার সবসময় একটিমাত্র ঘটনা নয় বরং অনেক ঘটনার একটি শৃঙ্খল যা কিনা দীর্ঘ দিন ধরে চলে এমনকি বছরে পর বছরও চলতে পরে। মানব পচারের শিকার হওয়া একজনের পক্ষে বাইরের সহায়তা ছাড়া তাদের অবস্থা থেকে বেড়িয়ে আসা কিংবা তাদের শোষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনেক কঠিন হয়ে দেখা দিতে পারে।
আমি কি মানব পাচারের শিকার ?
কেউ মানব পাচারের শিকার হলে তাকে চিহ্ণিত করা কঠিন হতে পারে। এমনকি শিকার হওয়া লোকজনও সব সময় উপলব্ধি করতে পারে না যে তাদের বেলায় কী ঘটছে?
এই প্রশ্নগুলোর জবাব দিন এবং দেখুন আপনার সাথে মিলে কিনা। যদি একটা দুটো উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার অবস্থা মানবপাচারের মত হতে পারে।
০ আপনি করতে চান না এমন কোন কাজ করার জন্য কেউ কি আপনার উপর চাপ সৃষ্টি করছে?
০ আপনি যদি অ্যালকোহল অথবা মাদকে আসক্ত হয়ে থাকেন তাহলে আপনার এই আসক্তিকে ব্যবহার করে কেউ কি আপনাকে দিয়ে এমন কোন কাজ করায় যা আপনি করতে চাননা?
০ কোন একটি দেশে আপনার অবৈধ বসবাসকে কাজে লাগিয়ে আপনাকে দিয়ে এমন কোন কাজ করায় যা আপনি করতে চাননা?
০ আপনার গৃহহীনতাকে কাজে লাগিয়ে কেউ কি আপনাকে দিয়ে এমন কোন কাজ করায় যা আপনি করতে চাননা?
০ আপনাকে যেভাবে করতে বলা হয়েছে সে ভাবে না করায় আপনাকে কেউ কি কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দেয়ার হুমকি দিচ্ছে?
০ আপনাকে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে না করার কারণে কেউ কি আপনাকে আপনার বন্ধুবান্ধব, পরিবার বা অন্যলোকদের সামনে লজ্জা দেয়ার হুমকি দিচ্ছে?
০ আপনার কাছে টাকা পায় এমন কেউ কি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য চাপ দিচ্ছে ?
০ আপনার অথবা আপনার প্রিয়জনের বিরুদ্ধে কেউ কি হুমকি দিয়েছে?
০ আপনি কি আপনার অথবা আপনার প্রিয়জনের নিরাপত্তার ব্যাপারে ভয় পাচ্ছেন?
০ আপনাকে যথেষ্ট অথবা কোন টাকাই দেয়া হয়নি কিন্তু আপনি কিছু করতেও পারছেন না?
০ কেউ কি আপনাকে আপনার অবস্থা বাইরের লোকদের না বলতে অথবা সহায়তা না নিতে বলেছে?
০ আপনার ঘোরাফেরা করার স্বাধীনতা কি সীমিত হয়ে পড়েছে অথবা আপনি যখন আশেপাশে ঘোরাঘুরি করেন তখন কেউ কি আপনাকে পাহারা দেয়?
০ আপনি কি এমন অনুভব করেন যে আপনার অবস্থার কোন সমাধান নেই?
ফিনল্যান্ডে মানবপাচারের শিকারদের অধিকার রয়েছে
মানবপাচারের শিকার হওয়া ব্যক্তির সহায়তা ও সেবা পাওয়ার অধিকার রয়েছে
এখানে এইসব সেবার উদাহরণ দেয়া আছে
০ নিরাপদ আবাস
০ স্বাস্থ সেবা
০ সামাজিক সেবা
০ আয় সহায়তা অথবা ভাতা পাওয়া
০ আইনী পরামর্শ অথবা সংবিধিবদ্ধ আইনী সহায়তা
০দোভাষী ও অনুবাদ
০ আপনার সমস্যা সমাধানের জন্য পরামর্শ ও দিকনির্দেশনা
০ আপনি যদি দেশে ফিরতে চান তাহলে দেশে ফেরার ব্যাপারে সহায়তা পাওয়া
০ বসবাসের অনুমতি পাওয়ার জন্য আবেদন কীভাবে করতে হবে সে ব্যাপারে পরামর্শ ও দিক নির্দেশনা পাওয়া
০ আপনি যদি পুলিশকে আপরাধ জানাতে চান তাহলে অপরাধ জানানো ও বিচারের সময় সহায়তা পাওয়া
সহায়তা পাওয়ার সীমা নিম্ন। অন্য কথায়, আপনি মানবপাচারের শিকার হয়েছেন না হননি সে ব্যাপারে নিশ্চিত হওয়ার প্রয়োজন নেই। আপনার জাতীয়তা, বয়স, লিঙ্গ, ধর্ম অথবা রাজনৈতিক মতামত যাই হোক না কেন আপনাকে সহায়তা দেয়া হবে।
আপনি সহায়তা পেতে পারেন এমনকি
০ আপনি যদি স্বেচ্ছায় নিজেকে পরিস্থির মধ্যে পান
০ আপনি যদি অপরাধ করে থাকেন
০ আপনি যদি অবৈধভাবে দেশে অবস্থান করেন
০ আপনার অবস্থা সম্পর্কে যদি পুলিশের সাথে কথা বলতে না চান
আপনি যদি সহায়তা চান তাহলেই কেবল আপনাকে সহায়তা করা হবে
মানব পাচার শিকারের সহায়তা পদ্ধতির মাধ্যমে ফিনল্যান্ডে মানবপাচারের শিকারদের সহায়তা করা হয়, এটি একটি সরকারী কর্তৃপক্ষ। সহায়তা পদ্ধতির একটি সার্বক্ষণিক ফোন নাম্বার রয়েছে আপনি এই নাম্বারে ফোন করে আপনার অবস্থা সম্পর্কে জানাতে পারেন এবং কী প্রয়োজন সেটা বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে:
+358 (0)2 954 63 177
আপনাকে কোন সেবা গ্রহণ করতে হবে না আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং জানতে চাইতে পারেন যে আপনি যদি সেবা গ্রহণ করেন তার ফলে আপনার কী উপকার হবে? আপনি অনলাইন ফরমের মাধ্যমে সহায়তা পদ্ধতির সাথে যোগাযোগ করতে পারেন।
কিছু এনজিও ও মানব পাচার ও অন্য অপরাধের শিকারদের সহায়তা করে থাকে।
আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে সহায়তা করবো।